Very Recent Posts

Monday, July 6, 2015

ইসরাইলি ব্যাবসায়ীদের ক্রেডিট কার্ড হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা

ইসরাইলি ব্যাবসায়ীদের ক্রেডিট কার্ড হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশের আলোচিত হ্যাকার টিম “সাইবার ৭১” এর ক্রুরা বেশকিছু ইসরাইলি ব্যাবসায়ী এবং ফ্রিলেন্সার এর ক্রেডিট কার্ড হ্যাক করেছে।
যার প্রাপ্ত অর্থ দ্বারা অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় কেনাকাটা করে ফিলিস্তিনের মুসলিমদের পৌঁছে দিচ্ছে তারা ।






সাইবার ৭১’র পক্ষে, তানজিম আল ফাহিম জানান, ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে পাঠানো ত্রাণগুলোর সম্পর্কে যদি নিশ্চিত হতে পারি যে আমাদের পাঠানো সহায়তা ফিলিস্তিনীদের হাতে পৌঁছাতে পেরেছি তাহলে বিশাল আকারে ত্রান সহায়তা করার ব্যাপারে পরিকল্পনা গ্রহন করা হচ্ছে।

সুত্রঃ নিউজ টাইমস 
বাংলাদেশে পাঠিয়ে দেবার হুমকির পরিপ্রেক্ষিতে সাইবার ৭১ এর সতর্কবার্তা

বাংলাদেশে পাঠিয়ে দেবার হুমকির পরিপ্রেক্ষিতে সাইবার ৭১ এর সতর্কবার্তা

ভারতে অবস্থানরত মুসলিম বাঙ্গালিদের ধর্মান্তরিত না হলে বাংলাদেশে পাঠিয়ে দেবার হুমকির পরিপ্রেক্ষিতে উগ্রবাদী হিন্দুদের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রদান করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার ৭১। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই সতর্কবার্তা প্রদান করে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় হ্যাকার গ্রুপটি। তারা জানান, প্রতিনিয়ত ভারতীয় সাইবার স্পেসে আক্রমন চালিয়ে গেলেও সাইবার ৭১ কখনো কোন ধর্মকে অবজ্ঞা করে নি।











কিন্তু কোন বাংলাদেশী মুসলমানকে যদি জোর প্রদান পুর্বক ধর্মান্তরের জন্য বাধ্য করে অথবা ধর্মান্তরিত না হলে বাংলাদেশে পাঠিয়ে দেবার হুমকি দেয় তাহলে ঐক্যবদ্ধ ভাবেই এর প্রতিবাদ করা হবে। যদি এই হুমকি বাস্তবায়ন করার চিন্তা দুঃস্বপ্নেও করা হয় তাহলে উগ্রবাদীদের পরিচালিত একটা মন্দির আর হিন্দু সংগঠনের ওয়েবসাইট ও বাদ দেওয়া হবে না বলেও সতর্ক করে দেওয়া হয়। ভারতীয়দের বুঝার সুবিধার্থে ইংরেজির সাথে হিন্দিতেও অনুবাদ করে বলে দেওয়া হয়েছে যে, উগ্রপন্থীরা সর্বদাই দেশ ও জাতির জন্য ক্ষতিকর।
আর এদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাটা "সাইবার ৭১" ও খুব ভালো করেই জানে। উল্লেখ্য ভারতে বসবাসরত বাংলাদেশিদের হয় হিন্দু হতে হবে নয়তো দেশত্যাগ করতে হবে বলে বজরং দলের এক নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাইবার ৭১ এই সতর্কবানী প্রদান করে। 
বিজ্ঞাপন চিত্রের সত্যিকার নায়কদের গল্প

বিজ্ঞাপন চিত্রের সত্যিকার নায়কদের গল্প

যে কোন পণ্যের প্রসারের জন্য বিজ্ঞাপন হচ্ছে সব চাইতে প্রচলিত পন্থা। যার পণ্যের বিজ্ঞাপন যতো ভালো, মার্কেটে তার পণ্যের চাহিদা ততোই বেশি। আর এসব বিজ্ঞাপন চিত্রে মূলত মডেলদের জনপ্রিয়তা পেলেও এর জন্য ক্যামেরার বাইরের লোকদের পরিশ্রম ও নেহাত কম নয়।
আজ এরকম একজন স্ক্রিপ্ট লেখক সাথে পরিচয় করিয়ে দিবো যার মিডিয়াতে প্রকাশ হয়েছিলো মূলত স্বল্প দৈর্ঘ্যের টেলিফিল্ম এর গল্প লেখার মাঝে।


ছেলেটির নাম “তানজিম আল ফাহিম” হলেও মিডিয়া জগতে ডাক নামে আরিয়ানেই বেশ পরিচিত। টেলিফিল্ম “ব্যাবধান” দিয়ে বেশ প্রশংসা অর্জন করলেও গল্প লেখায় এটাই নতুন নয়। এর আগেও ডার্ক ইকোপাস ছদ্মনামে লিখে গেছেন বেশ গল্প। হাজারো ভক্তরা ফেসবুকের দেয়ালে ছড়িয়ে দিতো গল্প গুলো। জনপ্রিয় ফেসবুক পেজ গুলোতে ও প্রতিনিয়ত গল্প লেখার মাঝে জুটিয়েছিলেন বেশ ভক্ত। এমনি করে একদিন নজরে চলে আসলেন ডাক পিয়ন মিডিয়ার, আর প্রথম কাজেই বাজিমাত।
ফেসবুকের কল্যাণে ভক্তদের ফেসবুক দেয়ালে “ব্যাবধান” টেলিফিল্ম এর প্রশংসা। আসছে ওয়ালটন এর বিজ্ঞাপনে ও কাজ করছেন তিনি। এছাড়াও হাতে আছে ভিন্নধর্মী গল্পের একটি নাটক সহ কিছু বিজ্ঞাপনের কাজ।

ফেসবুকের মতো মিডিয়াতেও কতোখানি বাজিমাত করতে পারেন এই অপেক্ষায় ই থাকবে তার ভক্তরা। 

সুত্রঃসময়ের আলো
কলকাতার পুলিশের ভয় যখন "সাইবার ৭১" কে নিয়ে

কলকাতার পুলিশের ভয় যখন "সাইবার ৭১" কে নিয়ে

চলমান বছরের ই কাহিনী...!! 
বাংলাদেশী ভূখণ্ড দাবীর প্রতিবাদে ধুম ধাম ইন্ডিয়ান প্রয়োজনীয় ওয়েবসাইট গুলা হ্যাক করতাছিলাম। সাথে বিজিপির স্থানীয় অফিশিয়াল সাইট গুলা ও...
কোন কিছুতেই "সাইবার ৭১" কে আটকানো যাচ্ছে না দেখে জরুরী প্রেস কনফারেন্স করে কলকাতা পুলিশ। আমাদেরকে হুমকি দেওয়া হয়, যাতে আরেকটা ও সাইট হ্যাক না করি। যদি আমরা ওদের কথা না শুনি তাহলেআমাদের বিরুদ্ধে একশন নিবে তারা।
জবাব? "সাইবার ৭১" এর ছেলেরা কখনো হুমকিতে ভয় পাবার মানুষ নয়। জবাবে তাদের ওয়েবসাইট ই হ্যাক করে জানিয়ে দেই "আমরা আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আক্রমন চালিয়ে ই যাবো। বরং যারা আমাদের বাধা দিতে আসবে তারাও হবে আমাদের লক্ষ্য বস্তু।"
দাবী ও আদায় হয়েছে, নির্বাচনে জিতলেও প্রতিশ্রুতি মতো বিজিপি বাংলাদেশ দখলে নেবার দুঃসাহস আর দেখায় নি। 
জবাব? "সাইবার ৭১" এর ছেলেরা কখনো হুমকিতে ভয় পাবার মানুষ নয়। জবাবে তাদের ওয়েবসাইট ই হ্যাক করে জানিয়ে দেই "আমরা আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আক্রমন চালিয়ে ই যাবো। বরং যারা আমাদের বাধা দিতে আসবে তারাও হবে আমাদের লক্ষ্য বস্তু।" দাবী ও আদায় হয়েছে, নির্বাচনে জিতলেও প্রতিশ্রুতি মতো বিজিপি বাংলাদেশ দখলে নেবার দুঃসাহস আর দেখায় নি। জবাব? "সাইবার ৭১" এর ছেলেরা কখনো হুমকিতে ভয় পাবার মানুষ নয়। জবাবে তাদের ওয়েবসাইট ই হ্যাক করে জানিয়ে দেই "আমরা আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আক্রমন চালিয়ে ই যাবো। বরং যারা আমাদের বাধা দিতে আসবে তারাও হবে আমাদের লক্ষ্য বস্তু।" দাবী ও আদায় হয়েছে, নির্বাচনে জিতলেও প্রতিশ্রুতি মতো বিজিপি বাংলাদেশ দখলে নেবার দুঃসাহস আর দেখায় নি। বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করার পর থেকে এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী মোদি ও লাল কৃষ্ণ আদভানীর নিজস্ব ওয়েবসাইটসহ বিজেপির অফিসিয়াল ও বিভিন্ন রাজ্যের ১২টি সাইট হ্যাকড হবার পরই সেদেশের মিডিয়া ফলাও করে প্রচার শুরু করে।

সর্বশেষ মঙ্গলবার সকালে কলকাতার এক পত্রিকা এক সংবাদে বলা হয়েছে 'বারবার একই ঘটনায় চিন্তিত কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। বিভিন্ন সাইটের উপর কড়া নজরদারি রাখছেন তারা'।বাংলাদেশ-ভিত্তিক হ্যাকার গ্রুপ ‘বাংলাদেশ সাইবার ৭১’ ইতিমধ্যে এসব সাইট হ্যাকের দায়ভার নিয়ে প্রতিবারই বিজেপির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের তিন ভাগের একভাগ দাবি করা নিয়ে বক্তব্য প্রত্যাহার করতে।উল্লেখ্য, বাংলাদেশ সাইবার-৭১ সোমবার মধ্যরাত থেকে এ-পর্যন্ত তিন শতাধিক ভারতীয় সাইট হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে তাদের ফেইসবুক পেইজে।হ্যাকড হওয়া উল্লেখযোগ্য সাইটগুলো হচ্ছে - গান্ধী ট্রান্সপোর্ট, টিম-মোদি, বিজেপি রাজ্যসভা, বিজেপি লোকসভা, বিজেপি পাঞ্জাব, বিজেপি দিল্লি, বিজেপি মধ্যপ্রদেশ, বিজিপি অনলাইন ফোরাম, ভারতীয় উপ-প্রধানমন্ত্রীর ওয়েবসাইট, বিজেপি ফ্যান ওয়েবসাইট, বিজেপি কেন্দ্রীয় মহিলা বিভাগীয় ওয়েবসাইট, বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানীর ব্লগ ও ফোরাম এবংবিজেপি বিহার ওয়েবসাইট।



প্রতিবেশী ভারতের যে কোনো উল্লেখযোগ্য ঘটনাই যখন ঠাঁই পায় বাংলাদেশের সব সংবাদপত্রের পাতায় পাতায়, তখন ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ এখন সংবাদ ভারতীয় মিডিয়ায়। 



Sunday, July 5, 2015

Hackers Compromise Official Bryan Adams Website

Hackers Compromise Official Bryan Adams Website

2015 may be just around the corner but it’s business as usual online, where a hacking group taking up 50 pages of Zone-H archives with a mixture ofpolitically charged messages and more general webpage admin warnings have, error,hacked the website of musician Bryan Adams (please forgive them, they know not what they do) in an apparent attempt to encourage him to do a concert in Bangladesh.