Monday, July 6, 2015

বিজ্ঞাপন চিত্রের সত্যিকার নায়কদের গল্প

যে কোন পণ্যের প্রসারের জন্য বিজ্ঞাপন হচ্ছে সব চাইতে প্রচলিত পন্থা। যার পণ্যের বিজ্ঞাপন যতো ভালো, মার্কেটে তার পণ্যের চাহিদা ততোই বেশি। আর এসব বিজ্ঞাপন চিত্রে মূলত মডেলদের জনপ্রিয়তা পেলেও এর জন্য ক্যামেরার বাইরের লোকদের পরিশ্রম ও নেহাত কম নয়।
আজ এরকম একজন স্ক্রিপ্ট লেখক সাথে পরিচয় করিয়ে দিবো যার মিডিয়াতে প্রকাশ হয়েছিলো মূলত স্বল্প দৈর্ঘ্যের টেলিফিল্ম এর গল্প লেখার মাঝে।


ছেলেটির নাম “তানজিম আল ফাহিম” হলেও মিডিয়া জগতে ডাক নামে আরিয়ানেই বেশ পরিচিত। টেলিফিল্ম “ব্যাবধান” দিয়ে বেশ প্রশংসা অর্জন করলেও গল্প লেখায় এটাই নতুন নয়। এর আগেও ডার্ক ইকোপাস ছদ্মনামে লিখে গেছেন বেশ গল্প। হাজারো ভক্তরা ফেসবুকের দেয়ালে ছড়িয়ে দিতো গল্প গুলো। জনপ্রিয় ফেসবুক পেজ গুলোতে ও প্রতিনিয়ত গল্প লেখার মাঝে জুটিয়েছিলেন বেশ ভক্ত। এমনি করে একদিন নজরে চলে আসলেন ডাক পিয়ন মিডিয়ার, আর প্রথম কাজেই বাজিমাত।
ফেসবুকের কল্যাণে ভক্তদের ফেসবুক দেয়ালে “ব্যাবধান” টেলিফিল্ম এর প্রশংসা। আসছে ওয়ালটন এর বিজ্ঞাপনে ও কাজ করছেন তিনি। এছাড়াও হাতে আছে ভিন্নধর্মী গল্পের একটি নাটক সহ কিছু বিজ্ঞাপনের কাজ।

ফেসবুকের মতো মিডিয়াতেও কতোখানি বাজিমাত করতে পারেন এই অপেক্ষায় ই থাকবে তার ভক্তরা। 

সুত্রঃসময়ের আলো

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: